স্টাফ রিপোর্টার: “এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই” শ্লোগানে তারুন্যে উৎসব-২০২৫ এ নারায়ণগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনুর্ধ্ব-১৭) ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫শে জানুয়ারি) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, তারুন্যের উৎসবে যে খেলা হলো আমরা খুব উপভোগ করেছি। প্রতিযোগীতায় হারজিত বড় না। প্রতিটা খেলোয়ারই তার সর্বোচ্চটা দিতে চায়। আমাদের যুব সমাজ কে খেলার দিকে নিয়ে যেতে চাই। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠানই যেনো খেলার দিকে নজর দেয়।
তিনি আরও বলেন, মানুষের লিমিট বলে কোন কথা নাই। যে যত পরিশ্রম করবে তার স্কীল ততটা ডেভোলাপ হবে। সুতরাং ভালো খেলোয়ার হতে হবে এবং ভালো খেলোয়ারের সকল গুনাবলি নিজের মধ্যে রাখতে হবে। একটা খেলোয়ারের মূল্য অনেক বেশি।
অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব-আল-রাব্বির সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া সংস্থার ফুটবল এসোসিয়েশন সভাপতি শহীদ হোসেন স্বপন, সাবেক কাউন্সিল খোরশেদ আলম, খোরশেদ আলম নাসির, মাহবুব হোসেন বিজন, মাহমুদ হোসেন সুজনসহ জেলা ক্রীড়া সংস্থার ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় বালিকা ফাইনাল খেলায় সোনারগাঁওকে ২ – ১ গোলে পরাজিত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চ্যাম্পিয়ন হয়। বালক ফাইনাল খেলায় বন্দর উপজেলাকে ট্রাইবেকারে ৪ – ৩ গোলে পরাজিত করে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...