শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

জসিম উদ্দিন কে মিথ্যা মামলায় গ্রেফতারে এলাকাবাসীর তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন

এম এন এ আজাদ / ৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন

১ মার্চ শনিবার বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ লক্ষ্যারচর শান্তিনগর এলাকাবাসীর আয়োজনে নাসিক ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা প্রেস মালিক সমিতির সক্রিয় সদস্য সদালাপী মো. জসিম উদ্দিন মিথ্যা মামলায় গ্রেফতার হওয়ায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও মানববন্ধন করেন শান্তিনগর এলাকাবাসী ও ১৯ নং ওয়ার্ড শ্রমিকদল।

মানববন্ধনে বক্তারা বলেন, মো. জসিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা প্রেস মালিক সমিতির একজন সক্রিয় সদস্য। তিনি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি মিথ্যা মামলার আসামী করা হয়। সে মিথ্যে মামলায় গত ২৬ ফেব্রুয়ারী র‍্যাব তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। আমরা বলতে চাই সে এখন বৈষম্যের শিকার। প্রতিহিংসা বশত হয়ে তাকে কেউ এ মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করে আসছেন বহুদিন ধরে। সুনামের সাথে সবার সঙ্গে সম্পর্ক রেখে প্রেসের ব্যবসা করে আসছে। তাহাকে হয়রানি ও মানহানি করার জন্য মিথ্যা ভিত্তিহীন একটি মামলা দিয়ে শত্রুতা বসত কেউ গ্রেফতার করিয়েছেন। আমরা শান্তিনগর এলাকাবাসী দ্রুত তাহার মুক্তি চাই এবং হয়রানি মূলক মিথ্যে মামলা থেকে অব্যহতি চাই। পাশাপাশি অনতিবিলম্বে সসম্মানের সাথে নিঃশর্ত মুক্তি দেয়ার জোর দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..