স্টাফ রিপোর্টার: জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাসিক ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারী) বিকেলে সিদ্ধিরগঞ্জ মাদানী নগর এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াসউদ্দিন।
এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, জনগণ তিনটি নির্বাচনে ভোট প্রয়োগ করতে পারেনি। তারা প্রস্তুত হয়ে আছে। তারা আগ্রহ নিয়ে বসে আছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নিজের ভোট অধিকার প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে। জনগণের যে আশা বা আকাঙ্ক্ষা সেটা আপনারা পূরণ করবেন বলেই আমরা প্রত্যাশা রাখি। যদি সেটা না হয় প্রধান উপদেষ্টা কে নিয়ে আমরা যে গর্ব করি সেটা সম্পূর্ণ ম্লান হয়ে যাবে।
গিয়াসউদ্দিন আরও বলেন, আমাদের সিদ্ধিরগঞ্জ ভালো মানুষের নেতৃত্বে পরিচালিত হবে আমরা এমনটাই দেখতে চাই। সৎ মানুষের সম্মান এই সমাজে বৃদ্ধি করতে হবে। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের মহামূল্যবান সম্পদ আমাদের সন্তানকে লেখাপড়া করিয়ে সমাজে সুপ্রতিষ্ঠিত করতে হবে। তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমরা দেখতে চাই মেধাবী এবং ভালো মানুষের ছেলে মেয়েরা যেন রাজনীতিতে পদায়ন করে। রাজনীতিতে ভালো পদ-পদবী তারা পাবে যারা শিক্ষায় ও সততায় অগ্রসর।
এছাড়াও সমাজের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান কে তারা দখল করেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখলমুক্ত করার ব্যবস্থা করতে হবে। যারা সুশিক্ষিত দক্ষ এবং সৎ তাদের দিয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পরিচালিত করতে হবে। অশিক্ষিত, অসৎ চরিত্রের অধিকারী কাউকে দিয়ে এই সকল প্রতিষ্ঠান পরিচালনা করা যাবে না। আমরা আগামীতে সিদ্ধিরগঞ্জকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে চাই।
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তৌয়ব হোসেন এর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, সহ-সভাপতি এস এম আসলাম, ডি এইচ বাবুল, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফা, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ড. মাসুদ করিম ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া সহ অসংখ্য নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...