শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মো. তুহিন মোল্লা / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

জেলা প্রতিনিধি নড়াইল: বৃহস্পতিবার (৬ জুন) বিকেল ৫টায় নড়াইল পৌরসভার ৪ নং ওয়ার্ডে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।

এছাড়াও জেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ অর্ধশতাধিক বিএনপি সমর্থক ও স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহীদ জিয়ার নীতি ও আদর্শ আজও আমাদের পথপ্রদর্শক।

অনুষ্ঠান শেষে তাঁর রূহের মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..