কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে তথ্য চাওয়ায় এক সাংবাদিককে মামলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি, এমন মন্তব্যও করেন তিনি।
শনিবার (২১ জুন) বিকালে লালমাই উপজেলা পরিষদের নতুন ভবনের দ্বিতীয় তলায় তালাবদ্ধ ৮টি রুমের বাহিরে এলজিইডি লেখা স্টিকার দেখা যায়। পরে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা উপজেলা প্রকৌশলী সাবরীন মাহফুজের কাছে জানতে চান।
উপজেলা নির্বাহী অফিসার কিংবা সংশ্লিষ্টরা রুম ভাগ করে দিয়েছেন কিনা জানতে চাইলে প্রকৌশলী ক্ষেপে যান। বলেন, আমি প্রকিউরিটি এন্টিটি সেক্রেটারি, এই ভবন আমাদের। আমি ঠিক করবো কে কোথায় বসবে। ইউএনও স্বাক্ষর করার মালিক, ভাগ করবো আমি। আমি আপনার বিরুদ্ধে মামলা দেবো। এ সময় ভিডিও ধারণ করেন কয়েকজন সাংবাদিক।
আপনার মন্তব্য প্রদান করুন...