সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে ট্রলি পরিবহন সমিতি’র নির্বাচনে সভাপতি প্রার্থী মো.ইদ্রিছ আলী ফকির রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের ক্ষোভ পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬  রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

তাহিরপুরে গোপনে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠনে এলাকা বাসীর মানববন্ধন

মুরাদ মিয়া / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি :

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি দুপুর ২টায় সময়)মন্দির প্রাঙ্গণে গোপনে ও মনগড়া ভাবে তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।

এবিষয়ে স্হানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরা ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মন্দির প্রাঙ্গনে জড়ো হয়ে মানববন্ধনের মাধ্যমে দাবি তুলেছেন তারা এ কমিটি ১৪ গ্রামের মানুষের অসম্মতি ও কিছু সংখ্যক
হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিততে কমিটি গঠন করা হয়েছে।
তারা আরও বলেন, ১৪ গ্রামের সবার অসম্মতিক্রমে এবং শুধু রনবীর পাল বেনু একা ও কিছু মানুষের উপস্থিতিতে তরিগড়ি করে কমিটি গঠন করা হয়।

উল্লেখ্যঃ
এই নতুন কমিটির সভাপতির দায়িত্বভার দিয়েছেন,সাবেক (আহবায়ক) কমিটির যুগ্ম আহবায়ক রনবীর পাল বেনুকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির সহ সদস্য সচিব সজল তালুকদার কে অনুপস্থিত রেখে তারা কমিটি-টি গঠন করেন।

স্হানীয় বাসিন্দা সুজন মহী পালসহ আরও অনেকেই বলেন,
আগের যে কার্যকরী আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল
সুনামগঞ্জ ১- আসনের সংসদ সদস্য, এডভোকেট রনজিত সরকার এমপি,যুগ্ম আহবায়ক তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,অমল কান্তি কর,যুগ্ম আহবায়ক,মনমোহন পাল মতিশ,যুগ্ম আহবায়ক রণবীর পাল বেনু,যুগ্ম আহবায়ক শিতেশ পাল,সদস্য সচিব রঞ্জু সেন,ও সদস্য সচিব সজল তালুকদার,কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল,সদস্য পীযুষ পাল,সদস্য জগদীশ চন্দ্র দাস,সদস্য ভানু দাস প্রমুখ।

কিন্তু এই গোপন কমিটিতে ১৪ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ও মনমোহন পাল মতিশ,ও যুগ্ম আহবায়ক শিতেশ পাল,কে অনুপস্থিত রেখে তারা কমিটি গঠন করেছেন,আমরা এই মনগড়া ও পকেট কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..