শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন- আনিসুল হক পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম চাঞ্চল্যের সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে স্কুলে স্কুলে বাবুলের পানির ইউনিট স্থাপন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিস্কার ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ রাণীশংকৈলে দিনমজুরের বাড়িতে কৃষি কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প  মাসুদুজ্জামান এর পক্ষে হাজী নূরুদ্দিন আহমেদ কে নিয়ে সাহাদুল্লাহ মুকুলের পথসভা ও লিফলেট বিতরণ

তাহিরপুরে গোপনে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠনে এলাকা বাসীর মানববন্ধন

মুরাদ মিয়া / ২৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি :

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি দুপুর ২টায় সময়)মন্দির প্রাঙ্গণে গোপনে ও মনগড়া ভাবে তেলিগাঁও শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কমিটি গঠন করা হয়েছে।

এবিষয়ে স্হানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনরা ৩০ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে মন্দির প্রাঙ্গনে জড়ো হয়ে মানববন্ধনের মাধ্যমে দাবি তুলেছেন তারা এ কমিটি ১৪ গ্রামের মানুষের অসম্মতি ও কিছু সংখ্যক
হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপস্থিততে কমিটি গঠন করা হয়েছে।
তারা আরও বলেন, ১৪ গ্রামের সবার অসম্মতিক্রমে এবং শুধু রনবীর পাল বেনু একা ও কিছু মানুষের উপস্থিতিতে তরিগড়ি করে কমিটি গঠন করা হয়।

উল্লেখ্যঃ
এই নতুন কমিটির সভাপতির দায়িত্বভার দিয়েছেন,সাবেক (আহবায়ক) কমিটির যুগ্ম আহবায়ক রনবীর পাল বেনুকে ও সাধারণ সম্পাদক পদে সাবেক কমিটির সহ সদস্য সচিব সজল তালুকদার কে অনুপস্থিত রেখে তারা কমিটি-টি গঠন করেন।

স্হানীয় বাসিন্দা সুজন মহী পালসহ আরও অনেকেই বলেন,
আগের যে কার্যকরী আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল
সুনামগঞ্জ ১- আসনের সংসদ সদস্য, এডভোকেট রনজিত সরকার এমপি,যুগ্ম আহবায়ক তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,অমল কান্তি কর,যুগ্ম আহবায়ক,মনমোহন পাল মতিশ,যুগ্ম আহবায়ক রণবীর পাল বেনু,যুগ্ম আহবায়ক শিতেশ পাল,সদস্য সচিব রঞ্জু সেন,ও সদস্য সচিব সজল তালুকদার,কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল,সদস্য পীযুষ পাল,সদস্য জগদীশ চন্দ্র দাস,সদস্য ভানু দাস প্রমুখ।

কিন্তু এই গোপন কমিটিতে ১৪ গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ও মনমোহন পাল মতিশ,ও যুগ্ম আহবায়ক শিতেশ পাল,কে অনুপস্থিত রেখে তারা কমিটি গঠন করেছেন,আমরা এই মনগড়া ও পকেট কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..