সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

তাহিরপুরে শ্রীপুর বাজার কমিটির আয়োজনে ইফতার মাহফিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) বিকালে শ্রীপুর বাজার কমিটির আয়োজনে বিএনপির পাটি অফিসে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাজার কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী’র সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান আখঞ্জী’র সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজী আলী হায়দার, ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি মোশাহিদ আলম।

বাজার কমিটির সহ সভাপতি আলম, সাধারণ সম্পাদক নুরু মিয়া, অর্থ সম্পাদক আজহার ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নেকবর আলী, মহিবুরসহ বাজার কমিটির সকল সদস্য ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এসময় ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ও মৌলভী ফখর উদ্দিন’র বিশেষ মোনাজাতের মাধ্যমে শত শত রোজাদার ইফতারে শুরু করেন।

বাজার কমিটির পক্ষ থেকে প্রতিবছর এমন ইফতারের আয়োজন করা হবে এমন আশ্বাস দেন বাজার কমিটির সভাপতিসহ অনান্য সকল সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..