নড়াইল প্রতিনিধি: সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রদের গঠিত রাজনৈতিক দল এনসিপির নড়াইল জেলার সিনিয়র সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল নড়াইল ১ আসন থেকে নির্বাচন করার জন্য পথসভা শুরু করেছেন।
তিনি বলেন কেন্দ্র থেকে মনোনয়ন তাকে দিবেন বলে আমি আশাবাদী। দক্ষ নেতৃত্বের কারণে নতুন দল হিসেবে এনসিপি নড়াইল ১ আসনের সাধারণ ছাত্র জনতার অন্তরের জায়গা করে নিয়েছেন।
২৭ জুন শুক্রবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রবিউল ইসলামের কবর জিয়ারত করে নির্বাচনী পথসভা আনুষ্ঠানিক ভাবে শুরু করেন।
পথসভায় নাজমুল ইসলাম উজ্জ্বল বলেন, প্রিয় নড়াইল বাসি। আমি মো. নাজমুল হাসান উজ্জ্বল। সাবেক সেনা শিক্ষা অফিসার। চাকরি থেকে আসার পর থেকে প্রগতিশীল চিন্তাভাবনা ও মুক্তমনা মানুষের সঙ্গে চলাফেরা করার চেষ্টা করি। এবং বিভিন্ন সময়ে নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যুব সমাজকে সার্বিকভাবে সার্বিক সহযোগিতা করে আসছি।
এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করি এবং তাদেরকে সার্বিক সহযোগিতা করি। সেই থেকে আমাদের এই তরুণ প্রজন্মের হাতে গড়া সংগঠন জাতীয় নাগরিক কমিটি নাম করে যে সর্বপ্রথম কমিটি প্রদান করা হয় সেই কমিটির কালিয়া উপজেলার অন্যতম সংগঠক হিসেবে কাজ করে যাই।
গত ২৮ শে ফেব্রুয়ারি মাসে ছাত্রদের নেতৃত্বে যে দল গঠন করা হয় এনসিপি। সেই এনসিপির নড়াইল জেলার কাজ করে আসছি।
আজ পবিত্র জুম্মার দিন নামাজ শেষ করে নড়াইল ১ আসনের জুলাই যোদ্ধা শহীদ পরিবার সহ সকল আহত পরিবারের সদস্যবৃন্দ ও নড়াইল ১ আসনের সচেতন ছাত্র জনতাকে একসঙ্গে নিয়ে মাঠে নেমেছেন। তাদের প্রিয় মানুষ তাদের প্রিয় নেতা মো. নাজমুল হাসান উজ্জ্বল।
কালিয়ার ছাত্র জনতার দাবি এনসিপির প্রতিনিধি হিসেবে নড়াইল ১ আসন থেকে তাদের কথা বলার জন্য তাদের ভাগ্য পরিবর্তনের জন্য জাতীয় সংসদে মো. নাজমুল ইসলাম উজ্জ্বল ভাই কে পাঠাতে চাই ।
এ সময় নাজমুল ইসলাম উজ্জ্বল বলেন, সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনার জন্য মাঠে থাকবো বলে অঙ্গীকার করছি নড়াইলে ১ আসনের সকল ভোটারদের সমর্থন প্রার্থনা করছি।
আপনার মন্তব্য প্রদান করুন...