শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি ঘর পুড়ে ভস্মীভূত, ব্যাপক ক্ষতি 

মো. খোরশেদ আলম / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭/৮ টি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার বিকাল পৌনে ৫ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পৌর সদরের ভাড়া দেওয়া কয়েকটি ঘরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘর মালিক এবং ভাড়াটিয়াদের ব্যাপক ক্ষতি হয়েছে।

তবে শেখ কামরুল হাসান টিপুর কেয়ারটেকার সিরাজুল ইসলাম জানান, আমার চোখের সামনে দেখা কারেন্টের মিটার থেকে অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের পাশের বাড়ির ভাড়াটিয়া এএসআই শাহনাজ পারভিন বলেন, আমি তখন রোজা এবং ইফতারির রান্না করছিলাম, হঠাৎ দেখি জানালা দিয়ে আমাদের ঘরে ধোঁয়া এবং আগুনের লেলিহান ঢুকছে। বাহিরে গিয়ে দেখি পাশের ঘর-বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

প্রতিবেশী ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, প্রথমে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, এসময় বিদ্যুৎ চলে গেলে ছাদের রিজার্ভ ট্যাংকির পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আগুনে আমার দোতলা বাড়ির দুটি জানালা এবং টাইলস এর ক্ষতি হয়েছে।

যুবদল নেতা হুরায়রা বাদশা বলেন খবর পেয়ে বাজার এবং আশেপাশের শত শত মানুষ ছুটে এসে মধুমিতা পার্কের পুকুরের পানি দিয়ে আধা ঘণ্টা চেষ্টা করার পর আগুন মোটামুটি নিয়ন্ত্রণে চলে আসে। শেষ পর্যায়ে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।আমাদের এখানে ফায়ার স্টেশন থাকলে অনেক আগেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।

ভাড়াটিয়া চা বিক্রেতা চৈতন্য বলেন আমি তখন দোকানে ছিলাম। দোকান থেকে এসে দেখি আগুনে ঘরবাড়ি, গাছপালা  সহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। চৈতন্য মন্ডল তার ছেলে চয়ন তার ঠাকুর দিদিকে বের করতে গেলে গুরুতর আহত হয়ে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন । আমার আর অবশিষ্ট কিছুই নাই। আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করবো, পরিবার নিয়ে কোথায় থাকবো কিছুই জানিনা। পরিবার নিয়ে সহায় সম্বলহীন হয়ে গেলাম।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন সহ থানার একাধিক অফিসার নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করেছেন ইফতারি আগমুহূর্তে এমনকি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

পরে উপজেলা ইউএনও মাহেরা নাজনীন অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের সান্তনা এবং পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডা. আব্দুল মজিদ ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ বিএনপি’র নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার আশ্বাস রেখেছেন ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..