স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে, সারাদেশে ৩মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে খুলনার পাইকগাছা উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ২নং কপিলমুনি ইউনিয়নের ভিদামারির মোড় সংলগ্ন চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাইকগাছা উপজেলা কৃষক দলের ২নং কপিলমুনি ইউনিয়নের সভাপতি জিএম রহমত আলী সরদার’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক । প্রধান বক্তা ছিলেন পাইকগাছা উপজেলার কৃষক দলের সভাপতি মো. মেছের আলী সানা।
বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন।
প্রধান অতিথি বাবু তুষার কান্তি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশ এবং কৃষি রফতানি নির্ভর করে বাংলাদেশ গড়তে তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে দেন।
প্রধান বক্তা বলেন, সমাবেশে উপস্থিত কৃষকগণ, সময়মতো সার, বীজ না পাওয়াসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং কৃষকের সন্তানকে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি দেয়া এবং ঋণ দিয়ে বিদেশে পাঠানোর দাবি করেন। আগামীতে বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সকল সমস্যা সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
আপনার মন্তব্য প্রদান করুন...