শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

প্রকাশিত সংবাদের প্রতিবাদে পরিবহন মালিকদের সংবাদ সম্মেলন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে একটি দৈনিক পত্রিকায়, কথায় কথায় গুলি করতে চায় রানা শিরোমানের সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিভিন্ন পরিবহনের মালিকবৃন্দ।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে চাষাড়াস্থ খাজা মার্কেটে পরিবহন মালিকদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন তারা।

এসময় উপস্থিত বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস ও দুরপাল্লা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক রওশন আলী সরকার বলেন, ২০১৮ সালের ১৮ই ফেব্রুয়ারীতে মৌমিতা চালু হয়। এই পরিবহন চালুর পূর্বে একটি মিটিংয়ে আমি সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলাম, যে এই বাস সার্ভিস চালু হলে শহরে জ্যামের সৃষ্টি হবে। তৎকালিন ডিসি বলেছিলেন আপনি জানেন এই পরিবহনটির মালিক কে? এই মৌমিতা পরিবহনের মালিক একজন পুলিশ কমিশনার। তখন আমি বলেছিলাম, আমার কথাগুলা রেকর্ডে রাখেন ভবিষ্যতে এ সমস্যাগুলা সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের একটি পত্রিকায় লিখছেন কথায় কথায় গুলি করতে চান রানা, রানাতো আমাদের মালিক সমিতির কর্মকর্তা। রানা আমাদের দূরপাল্লা বাস মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি ও বাঁধন পরিবহনের চেয়ারম্যান। উনি এ ব্যবহার করতে যাবেন কেনো? লিখা হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা চাঁদা চেয়েছে, আমার কাছে ১ লাখ ৮০ টাকা আসবে কোথা থেকে? শ্রমিক কমিটি কি চাঁদা উঠায়? সেখান থেকে এতো টাকা আসবে কোথা থেকে? শ্রমিক কমিটির চাদা মালিক সমিতির কাছে থাকবে কেন? আর একজন এসে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবী করবে, আমি কি এতো কাচা যে কারো পিস্তলকে ভয় পাবো? এটি একটি মিথ্যা এবং বানোয়াট সংবাদ।

বিএনপির নাম জড়িয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে তারা বিএনপির দূর্নাম করতে চাচ্ছে। আমার নাম জড়িয়ে লিখছে, আমি আজমেরী ওসমানের অর্থ যোগানদাতা, অথচ আমি আজমেরী ওসমানকে সামনা সামনি কখনো দেখিনি। পোস্টার, ছবি তে দেখছি। মিথ্যা সংবাদ প্রকাশের আগে সাংবাদিকদের কাছে অনুরোধ তারা যেনো যাদের সম্পর্কে সংবাদ প্রকাশ হয় তাদের কথা শুনে তারপর নিউজ করে।

এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস দূর পাল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি মাহবুব উল্লাহ তপন, সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী সরদার, পরিবহন নেতা মোঃ বরকত উল্লাহ, আনন্দ ট্রান্সপোর্ট লিমিটেড কার্যকরী সভাপতি মোস্তফা কামাল, বাঁধন পরিবহন লিমিটেড এর চেয়ারম্যান সাখাওয়াত ইসলাম রানা, আনন্দ ট্রান্সপোর্টের সহ-সভাপতি হাজী সুলতান আহমেদ, সহ-সভাপতি কাজী সাইফুল উদ্দিন পলাশ, বাঁধন পরিবহন লিমিটেড এর পরিচালক মোঃ জাকির হোসেন, মোঃ মঈন, মোঃ চঞ্চল, মোঃ নুরুল আমিন নুর ও মোঃ মনির হোসেন সহ বিভিন্ন পরিবহন নেতা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..