মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জ,প্রতিনিধি: গত ২৯জুন (বৃহস্পতিবার) কয়েকটি অনলাইন ও পেইজ থেকে প্রকাশিত শ্রীপুর বাজারে হাত বাড়ালেই মিলছে ইয়াবা, বিপথগ্রামী হচ্ছে তরুন ও যুবকেরা।

এই সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এই মিথ্যা, কাল্পনিক সংবাদের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

উক্ত প্রকাশিত সংবাদে ইয়াবা কারবারি অভিযোগ হিসেবে আমাকে আখ্যায়িত করা হয়েছে তা মোটেও সত্য নয়।

মূলত আমার বিরুদ্ধে এলাকার একটি কুচক্রীমহল গণমাধ্যমকর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, কিছু কুচক্রীমহল আমার বিরুদ্ধে এই নাটকীয় ঘটনাকে পুঁজি করে আমাকে মিথ্যা মামলায় জড়ানোর জন্য পায়তারা চালাচ্ছে। আমি একজন কৃষক ও তার পাশাপাশি টুকটাক কয়লার করে ব্যবসা করে আসছি।

আমার অবৈধ ব্যবসা করার প্রশ্নও আসেনা। আমার আত্মীয় স্বজনদের রাজনৈতিক ভাবে প্রশ্ন বিদ্ধ করার জন্য এবং সমাজের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এবং সমাজে আমাদের ভালো অবস্থান ও সুনাম রয়েছে, এই অবস্থানকে নসাৎ করার জন্য একটি চিহ্নিত মহল আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এই অপপ্রচার করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ভবিষ্যতে আমার পরিবার ও আত্নীয়স্বজনের নামে কোন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করা হলে, তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

উক্ত সংবাদ নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন-সহ কাউকে বিচলিত না হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী, মো. হেলাল মিয়া, তাহিরপুর উপজেলা, শ্রীপুর উত্তর ইউনিয়ন ও নয়াবন্দ গ্রাম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..