শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন- আনিসুল হক পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম চাঞ্চল্যের সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে স্কুলে স্কুলে বাবুলের পানির ইউনিট স্থাপন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিস্কার ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ রাণীশংকৈলে দিনমজুরের বাড়িতে কৃষি কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প  মাসুদুজ্জামান এর পক্ষে হাজী নূরুদ্দিন আহমেদ কে নিয়ে সাহাদুল্লাহ মুকুলের পথসভা ও লিফলেট বিতরণ

বন্দরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সোর্স আক্তারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি:বন্দরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি ঘটনাকে পুঁজি করে আটক বানিজ্যের তথ্য চাওয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সোর্স আক্তার সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি আহত নূরুজ্জামান মোল্লা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন৷

এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) দুপুরে কামতাল তদন্ত কেন্দ্রের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এছাড়াও চিড়ইপাড়া এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন চলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণে বাঁধা দেয়ায় মোবারক নামে ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সোর্স আক্তার হোসেন ও তার সাঙ্গপাঙ্গরা। বর্তমানে মামলাটি নারায়ণগঞ্জ পিবিআই তদন্ত করছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ধামগড় ইউপির কামতাল ডাক সমাজ কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় গত বৃহস্পতিবার (২৫ সেপ্টম্বর) সকালে সহকারী শিক্ষক হাফেজ ফুসাইন আহাম্মেদ মাহফুজ (২৪)কে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে উত্তেজিত এলাকাবাসী।

পরবর্তীতে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই জহিরুল ইসলাম ওই মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তারকে ডেকে নিয়ে একটি কক্ষে আটক করে রাখে। প্রিন্সিপাল মামলার আসামি না হওয়ায় তাকে আটক করে রাখার বিষয়টি ওই ছাত্রীর দাদা নূরুল হক সাংবাদিকদের ফোন করে জানিয়েছেন। পরে সাংবাদিক নূরুজ্জামান মোল্লা, সাংবাদিক সানাউল্লাহ মুন্সী, মনির হোসেন ও সাংবাদিক সুমন হাসান কামতাল তদন্ত কেন্দ্রে উপস্থিত হয়ে প্রিন্সিপাল মাওলানা আব্দুস ছাত্তারকে আটকের বিষয়ে এসআই জহিরুল ইসলামের কাছ থেকে জানতে চাওয়া হয়। এসময় পুলিশের সোর্স আক্তার ক্ষিপ্ত হয়ে উঠে বলে ছাত্তার মাওলানা বিষয়টি শেষ করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে এসআই জহিরুলের কক্ষে এবং তার সামনে এলোপাতাড়ি কিলঘুষিতে মূখে রক্তাক্ত জখম হয়। এখবর পেয়ে স্বজনরা সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

এঘটনায় সাংবাদিক নূরুজ্জামান মোল্লা বাদী হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে গত ২ অক্টোবর অভিযোগটি আমলে নিয়ে থানা মামলা রেকর্ড করেন।

এলাকাবাসী জানান, চিড়ইপাড়া কলোনীর মেইন সড়ক হইতে আমিনুল মেম্বারের বাড়ি পর্যন্ত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন চলাচলের রাস্তা দখল করে দোকান নির্মাণ কাজ শুরু সোর্স আক্তার। এসময় ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনের বরাত দিয়ে মোবারক হোসেন তার পরিবারের লোকজন রাস্তা দখলে বাধা দেয়ায় তাদেরকে কুপিয়ে জখম করেছে পুলিশের সোর্স আক্তার ও তার লোকজন। এ ঘটনায় আদালতে দায়েরকৃত মামলাটি নারায়ণগঞ্জ পিবিআই’র কাছে তদন্তাধীন। আক্তার পুলিশের সোর্স হিসাবে এলাকায় পরিচিত। এখন নাগরিক টিভি সাংবাদিক পরিচয়ে ছিনতাই, চাঁদাবাজি প্রতারণা সহ চিড়ইপাড়া কলোনী এলাকার মাদক কারবার নিয়ন্ত্রণ সহ নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে একাধিক অভিযোগ রয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক নূরুজ্জামান মোল্লা’র ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..