রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

বন্দরে ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নূর এ আজাদ / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
Oplus_0

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”

১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় বন্দর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বন্দর উপজেলা নির্বাহী অফিসার ও সমবায় অফিসার ও বিভিন্ন সমবায়ীগন র‍্যালী বের করেন এবং র‍্যালী শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে অনেক বড় ব্যবসা করা যায়। ২০ জন সদস্য মিলে একটি সুন্দর সমিতি গঠন করা যায়। পৃথিবীতে বহু নজির আছে সমবায় সমিতি করে অনেকেই লাভবান হয়েছেন, উদ্যোক্তা হয়েছেন। তাদের আন্ডারে অনেকেই কাজ করছেন। আমাৌদের মদনপুরে একতা সমবায় সমিতি মার্কেটের ব্যবসায়ীরা একটি সমিতির মাধ্যমে মার্কেট বানিয়ে আজ তারা একেকটা দোকানের মালিক, তারা এ বছর অনেক মানাফা করে সরকারকে ভালো রাজস্ব দিয়েছে। আপনারা সবাই একত্রিত হয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে দেশ গড়ায় অংশ নিন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডা. সরকার মো. আশ্রাফুল ইসলাম। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহানশাহ্ ভূঞা, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মতিউর রহমান।

বক্তব্য রাখেন, আশার আলো সমবায় সমিতির সভাপতি মো. লিটন মিয়া, বন্দর কলাবাগ আনসার ও ভিডিপি মহিলা সমবায় সমিতি সহ সভাপতি কামরুননাহার লিপি, বন্দর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, বন্দর সাংবাদিক কল্যান সমিতির কোষাধ্যক্ষ সাংবাদিক মো. নাসির উদ্দিন, বন্দর অটোরিক্শা থ্রি হুইলার সমবায় সমিতির মো. জাহাঙ্গীর আলম, একতা সমবায় সমিতির সদস্য রিয়াজ খান, দি শাহজালাল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. সাবেক সভাপতি মো. মোশারফ হোসেন, বন্দর অটো রিক্সা মালিক সমবায় সমিতির সভাপতি মো. আরিফ হোসেন।

সর্বশেষে বন্দর উপজেলার সেরা সমবায়ীদের সম্মাননা স্বারক প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..