সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে ট্রলি পরিবহন সমিতি’র নির্বাচনে সভাপতি প্রার্থী মো.ইদ্রিছ আলী ফকির রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের ক্ষোভ পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬  রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

বসুন্ধরার এন ব্লকে নারীদের জুমার নামাজের ব্যবস্থায় খুশি মুসল্লিরা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদে নারীদের জন্য জুমার নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে। আর এ ব্যবস্থা করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা।

জুমার নামাজ আদায় করতে পেরে ধর্মপ্রাণ নারী মুসল্লিরাও বেশ খুশি।
শুক্রবার (৩১ জানুয়ারি) ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদের দ্বিতীয় তলায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নারীদের জন্য জুমার নামাজের সুব্যবস্থা।

বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশের এলাকা থেকে নারীরা এখানে নামাজ পড়তে আসেন।
এখানে জামাতের সঙ্গে জুমার নামাজ আদায় করতে পেরে বেশ খুশি নারী মুসল্লিরা।

ফাতেমা নামে এক মুসল্লি সপরিবারে এসেছেন নামাজ আদায় করতে। তিনি বলেন, আমার শ্বশুর, শাশুড়ি ও ছেলেকে নিয়ে এখানে নামাজ পড়তে এসেছি।

একসঙ্গে সবাই এক জায়গায় নামাজ আদায় করতে পারব বলে সপরিবারে এসেছি। আজকেই প্রথম চালু হয়েছে এই সুব্যবস্থা। আশা করি পরবর্তী জুমায় এই মসজিদে নারী মুসল্লির সংখ্যা আরও বাড়বে। জুমার নামাজ আদায় করতে বসুন্ধরার ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদে যাচ্ছেন নারীরা। ছবি: শাকিল আহমেদ

বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক থেকে জুমার নামাজ আদায় করতে আসেন ইয়াকুব হোসেন। তিনি এ মসজিদের নিয়মিত মুসল্লি।

ইয়াকুব হোসেন বলেন, এ মসজিদে নারী মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা চালু করা হবে শুনেছিলাম। আজকে দেখলাম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পরিবারের অন্য সদস্যদের নিয়ে একসঙ্গে এখানে নামাজ আদায় করব ইনশাআল্লাহ।

আব্দুর রহমান নামের এক মুসল্লি বলেন, বসুন্ধরা আবাসিকের মধ্যে পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে নামাজ পড়ার যে এত সুন্দর মসজিদ চালু হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আশা করি ধীরে ধীরে বিষয়টি সবাই জানবে। তখন মুসল্লির সংখ্যা বাড়বে। বিশেষ করে নারীদের জন্য জুমার নামাজের ব্যবস্থা থাকায় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বসুন্ধরার ফকিহুল মিল্লাত মুফতি আবদুর রহমান (রহ.) জামে মসজিদে জুমা আদায় করছেন মুসল্লিরা। ছবি: শাকিল আহমেদ

মসজিদের খতিব নূর মোহাম্মদ জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি বসুন্ধরা গ্রুপের সার্বিক মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন।

জানা গেছে, সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনা ও বসুন্ধরা গ্রুপের নিজস্ব অর্থায়নে নির্মাণাধীন মসজিদটি সুযোগ-সুবিধা ও আয়তনে দেশের সব চেয়ে বড়। আট বিঘা জমির ওপর ১০ তলাবিশিষ্ট এ মসজিদে একসঙ্গে ৭০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

এ মসজিদে থাকছে চলন্ত সিঁড়িসহ নানা সুযোগ-সুবিধা। মসজিদের প্রতি তলায় ৫০ হাজার বর্গফুট জায়গা রয়েছে। প্রতি তলায় নামাজের কাতার হবে ৪৫টি। প্রতি কাতারে ২০০ জন মুসল্লি দাঁড়াতে পারবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..