শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও গাঁজা আটক

মো. মানিক হোসেন / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় গাঁজা ও বিদেশী মদ আটক করেছেন।

১৬ ফেব্রুয়ারি রবিবার ঘিবা, শালকোনা বিওপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট (ছেচল্লিশ হাজার) টাকা মূল্যের ভারতীয় গাঁজা ও বিদেশী মদ আটক করে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..