সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড নাগগাঁতী দক্ষিণপাড়া গ্রামে মসজিদের মানোন্নয়নের কাজকে কেন্দ্র করে নারীসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ঐ গ্রামের আব্দুর রহমান, শাহ আলম, সোলেমান, হালিম শেখ ও আব্দুল আজিজ গংদের বিরুদ্ধে।
আহত কুলসুম খাতুন ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ দিন পর মৃত্যুবরন করেন। এঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থায় দু’পক্ষের সংঘর্ষে দু’পক্ষই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, পক্ষান্তরে আব্দুর রহমান ও আজিজ গং প্রভাবশালী হওয়ায় রফিকুল গংদের দফায় দফায় মারপিট করে রফিকুল ইসলাম এর বাবা মজিদ শেখ এর হাত ভেঙে দিয়েছে ও তার ভাইদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে, নিহত কুলসুম খাতুন নাগগাঁতী দক্ষিণ পাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম এর স্ত্রী, নিহত কুলসুম খাতুনের ১৩ বছর বয়সী মারিয়া খাতুন ও ৭ বছর বয়সী মায়শা খাতুন নামে দুটি কন্যা সন্তান রয়েছে। নিহত কুলসুমের লাশ ঢাকা থেকে বাড়ীতে আনতেই তার পরিবার আত্মীয় স্বজন ও দুই মেয়ের কান্নার আহাজারিতে যেন আসমান জমিন কেঁপে উঠেছিল, তাদের চোখ মুখের দিকে তাকাতেই সবার চোখের কোণে পানি আর কিছু সময় সবাই স্তব্ধ হয়ে পরেছিল। কুলসুমের এই অকাল মৃত্যু কেউ মানে নিতে পারছিল না। নিহত কুলসুম খাতুন মামলার ২ নং আসামি শাহ আলমের হাতে দাড়ালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয়েছে, এমন নৃশংস হত্যা কান্ডের তীব্র নিন্দা জানিয়ে কুলসুমের নির্মম হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। আত্মীয় স্বজন ও এলাকাবাসী। এঘটনায় নিহত কুলসুমের স্বামী মো. রফিকুল ইসলাম বাদি হয়ে সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়।
এবিষয়ে অন্যপক্ষ আব্দুর রহমান গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও কোন তথ্য জানা যায়নি। তবে মেসেজ করে জানানো হয়েছে এটা আমরা গ্রামের মুরুব্বিদের মাধ্যমে মিমাংসা করে নিবো।
এ ঘটনায় বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন জানান, নাগগাঁতী দক্ষিণ পাড়া দু’পক্ষের আধিপত্যকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। ঐ ঘটনায় পরে রফিকুল ইসলাম সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা করে, মামলার তদন্ত চলমান রয়েছে এমতাবস্থায় রফিকুল ইসলাম এর স্ত্রী কুলসুম ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। আমরা এই মামলার তদন্তে ৩০২ ধারা সংশোধন করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবো।
আপনার মন্তব্য প্রদান করুন...