শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তি অপরাধে অমৃত সুত্রধর ও সঞ্জিত সুত্রধরকে পুলিশে সোপর্দ

এম এন এ আজাদ / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

প্রকাশ্যে মহানবী হযরত মোহাম্মদ  (সাঃ) কে নিয়ে কটুক্তি করার অপরাধে অর্মিত সূত্রধর (৪২) পিতা-অনিক চন্দ্র সুত্রধর ও সঞ্জিত সূত্রধর (৪০) নামে ২ শ্রমিককে অবরুদ্ধ করে রেখেছে একই প্রতিষ্ঠানে চাকুরিরত অন্যান্য শ্রমিকরা।

১৯ ফেব্রুয়ারী বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে এ ঘটনাটি ঘটে।

অবরুদ্ধ অমৃত সূত্রধর সুদূর ঠাকুরগাঁও জেলার সদর থানার মন্ডলেরগাঁও এলাকার অনিক চন্দ্র সুত্রধর ও কাননবালা পুত্র অপর ধৃত সঞ্জিত চন্দ্র সূত্রধর পিতা ও তার দেশের ঠিকানা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

পরে বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করলে খবর পেয়ে নারায়ণগঞ্জ সার্কেল “খ” আসিফ ইমাম, বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান ও বন্দর থানা অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, ডকইয়ার্ড শ্রমিক অমৃত চন্দ্র সূত্রধর ও সঞ্জিত চন্দ্র সূত্রধর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সাধারণ শ্রমিকদের সামনে মহানবী (সাঃ) কে নিয়ে বাজে মন্তব্য বা কটুক্তি করে। এ ঘটনায় সাধারণ শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে উল্লেখিতদের অবরুদ্ধ করে রাখে।

পর ঘটনাস্থল থেকে বের হয়ে বন্দর উপজেলা নির্বাহী অফিসার মো. মুস্তাফিজুর রহমান বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা সকলের শান্ত হউন। তাদেরকে আইনের আওতায় সোপর্দ করা হয়েছে। এবং তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা আর এখানে চাকরি করতে পারবেন না। তাদের সঠিক বিচার হবে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা মহানবী (সা.) কে কটুক্তিকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে সোনাকান্দা প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..