রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে ছয়টি গ্রামের বন্যা

মহিউদ্দিন মহি খন্দকার / ৬৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন

ফেনী প্রতিনিধি: বৃহস্পতিবার (১৯ জুন) রাতে ফেনী জেলার ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে এই বাঁধ ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন এলাকায় মানুষ।

গত বুধবার রাতে অতিরিক্ত বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ার পূর্বেই পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা জোনের চীফ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। একই সঙ্গে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম উত্তর বরইয়া ও জগতপুরে মহুরি নদী বাঁধ নির্মাণ জন্য পরিদর্শন করেছেন।

এই সময় উপস্থিত ছিলেন, ফুলগাজী উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আসিফ মাহমুদ ও ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সিনি. যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, সদস্য সচিব আবুল হোসেন। উপজেলা জামায়াতের আমির মো. জামাল উদ্দিন সহ আরো অনেক উপজেলা কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, পানি ঢুকে বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে। রান্নাবান্না বন্ধ হয়ে গেছে এবং অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

এ পরিস্থিতিতে দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর এবং বশিকপুর সহ আশপাশের বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফুলগাজী বাজারে ও পানি ঢুকে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পরশুরাম উপজেলাতেও নদীর পাড় দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উত্তর বরইয়ায় একটি স্থানে বাঁধ ভেঙে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।

স্থানীয় গণমাধ্যম কর্মী দৈনিক বাংলার দূত পত্রিকার স্টাফ রিপোর্টার মহিউদ্দিন মহি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে বলেন; এলাকার মানুষ ত্রাণ চায় না, সেনাবাহিনীর তত্বাবধানে মজবুত টেকসই বাঁধ নির্মাণ করা হোক। এটাই ফুলগাজী বাসীর একমাত্র দাবি।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..