সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে ট্রলি পরিবহন সমিতি’র নির্বাচনে সভাপতি প্রার্থী মো.ইদ্রিছ আলী ফকির রূপগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে ছাত্রদলের আলোচনা সভা সোনারগাঁওয়ে বহিষ্কৃত যুবদল নেতাকে নিয়ে রাস্তা উদ্বোধন, নেতাকর্মীদের ক্ষোভ পাইকগাছায় যুবদলের আনন্দ মিছিল গাইবান্ধায় ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র‌্যালি ডিবি হেফাজতে মেহের আফরোজ শাওন বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মিললো অজ্ঞাত যুবকের লাশ রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬  রাণীশংকৈলে বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলা- প্রতিবাদে সংবাদ সম্মেলন  

মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসের অভিযোগে নাজমুল এহসান নাঈম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশন (উত্তর)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় ময়মনসিংহ সদর এলাকা থেকে ময়মনসিংহ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ডিভিশনের বরাত দিয়ে তিনি জানান, ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জানতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি আইডি থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের একটি অংশ পোস্ট করে অর্থের বিনিময়ে অনুষ্ঠিতব্য মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের জন্য প্রচারণা চালানো হচ্ছে।

সেই পোস্টে দাবি করা হয়, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২০২৫ এর প্রশ্ন তাদের হাতে রয়েছে। যারা টাকার বিনিময়ে সেই প্রশ্ন সংগ্রহ করতে ইচ্ছুক তাদেরকে দ্রুত ইনবক্সে যোগাযোগ করার জন্য বলা হয়।

পোস্টে উল্লেখ করা হয় প্রশ্নের মূল্য হিসেবে ১২ হাজার টাকা প্রদান করতে হবে। যার মধ্যে অগ্রিম ৬ হাজার টাকা দিতে হবে এবং পরীক্ষা শেষ হওয়ার পর বাকি ৬ হাজার টাকা দিতে হবে।

প্রশ্ন সংগ্রহের জন্য যোগাযোগের নিমিত্তে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও পোস্টে দেওয়া হয়।
তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির টিম দ্রুত এ ঘটনায় জড়িত প্রতারকের পরিচয় ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরবর্তীত বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ সদর এলাকা থেকে প্রতারক নাজমুল এহসান নাঈমকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে আরও জানা যায়, গ্রেপ্তার নাঈম ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সে তার ফেসবুক পোস্টে মেডিকেল ভর্তি পরীক্ষার যে প্রশ্নের অংশ দিয়েছে তা ভুয়া। সে প্রতারণার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এ কাজটি করেছে।

গ্রেপ্তারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..