শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

শার্শায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা ছিনতাই

মো. মানিক হোসেন / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: শার্শায় ফিড ব্যবসায়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে নগদ ৮,৫৫,০০০/- (আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৪, উদ্ধার নগদ-৮,০৩,০০০/-(আট লক্ষ তিন হাজার) টাকা।

১৯ ফেব্রুয়ারী বুধবার বেলা ২ ঘটিকায় শার্শা থানাধীন বাগআঁচড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে ভিকটিম মো. আব্দুর রশিদ ওরফে রোকন(৪২) তার শ্যালক (স্ত্রীর বড় ভাই) মো. রুহুল আমিন (৫৪) এর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিড বাকির টাকা বিভিন্ন বাজার হতে সংগ্রহ করে সর্বমোট ৮,৫৫,০০০/-(আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা নিয়ে মোটরসাইকেল যোগে নাভারণ বাজার হতে বাগআঁচড়া ফেরার পথে আসামি মো. তরিকুল ইসলাম ও মো. ফয়সাল হোসেন মোটরসাইকেল নিয়ে ভিকটিমকে ফলো করতে থাকে এবং আগে থেকেই ঘটনাস্থলে আসামিদের অন্য দুইজন সহযোগি হৃদয় এবং রাব্বেল ওরফে রাব্বি দেশীয় ধারালো হাসুয়া এবং চাকু নিয়ে অপেক্ষা করতে থাকে এবং আসামিরা ভিকটিমের অবস্থান সম্পর্কে তাদের মধ্যে পরস্পর মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকে।

পরবর্তীতে ভিকটিম ঘটনাস্থল উলাশী মাঠপাড়া গ্রামস্থ জনৈক তরিকুল ইসলামের বাড়ির সামনে নাভারণ টু সাতক্ষীরা গামী পাকা রাস্তার উপরে পৌঁছালে আসামি হৃদয় এবং রাব্বি ভিকটিমের মোটরসাইকেলের গতিরোধ করে এবং আসামি হৃদয়ের হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমের বাম হাতে কোপ দিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে মোটরসাইকেল হতে ফেলে দেয়, তখন ভিকটিমের সাথে থাকা ব্যাগ ভর্তি নগদ অর্থ ৮,৫৫,০০০/- (আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা ছিনিয়ে নিয়ে আসামি তরিকুল এবং রাব্বি দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় লোকজন বিষয়টি শার্শা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আসামি হৃদয় ও ফয়সালকে গ্রেফতার করে এবং ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি এবং তথ্যমতে অভিযান পরিচালনা করে পালিয়ে যাওয়া অপর দুই আসামি তরিকুল এবং রাব্বিকে গ্রেফতার করে তাদের নিকট হতে ৪,৮৩,০০০/-(চার লক্ষ তিরাশি হাজার) টাকা উদ্ধার করে।

আসামি তরিকুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তরিকুলের স্বীকারোক্তি ও দেখানো মতে তার বাড়ি হতে লুণ্ঠিত আরো ৩,২০,০০০/- (তিন লক্ষ বিশ হাজার) টাকা সহ সর্বমোট ৮,০৩,০০০/- (আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা উদ্ধার করা হয়।

এসংক্রান্তে ভিকটিমের শ্যালক মো. রুহুল আমিন (৫৪) বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯, তারিখ ১৯/০২/২০২৫ইং, ধারা ৩৯৪/৪১২পেনাল কোড রুজু হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ ১) মোঃ. হৃদয় হোসেন ওরফে ফরহাদ (২৪), পিতা-মো. জয়নাল আবেদীন, ২) মো. তরিকুল ইসলাম (২৮), পিতা-মৃত সামছুর রহমান, উভয় সাং-কলাগাছি (মাঝেরপাড়া), থানা-ঝিকরগাছা, ৩) মোঃ. রাব্বেল ওরফে রাব্বি (২১), পিতা-মৃত বেল্লাল হোসেন, সাং-ইসলামপুর (মধ্যপাড়া), থানা-শার্শা, ৪) মো. ফয়সাল হোসেন (২০), পিতা- রবিউল ইসলাম, সাং-চান্দেরপুল, থানা-ঝিকরগাছা, সর্ব জেলা- যশোর।

তাদের নিকট থেকে ৮,০৩,০০০/- (আট লক্ষ তিন হাজার) টাকা। ১ টি ধারালো হাসুয়া ও ১টি বার্মিজ চাকু।উদ্ধার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..