পাইকগাছা পৌরসভা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির নামের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক বিএনপি নেতা মো. জাকির হোসেন। পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের মৃত জিন্নাত আলী গাজীর ছেলে জাকির হোসেন বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতির মাধ্যমে তিনি জানান, পেশায় আমি একজন মৎস্য ব্যবসায়ী। ঐতিহ্যবাহী পাইকগাছা মৎস্য আড়ৎদার সমবায় সমিতির সদ্য বিদায়ী সাবেক সভাপতি ছিলাম। এছাড়া রাজনৈতিক ভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদকও ছিলাম। সম্প্রতি বিভিন্ন সূত্রে জানতে পারলাম জাতীয় শ্রমিক লীগের পাইকগাছা পৌরসভা আহবায়ক কমিটির নামের তালিকায় যুগ্ম আহবায়ক হিসেবে আমার নাম রয়েছে। এটি দেখে আমি বিস্মিত এবং হতবাক হয়েছি। আমি জাতীয়তাবাদী আদর্শ পরিপন্থি কোন রাজনৈতিক সংগঠনের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই । জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে রাজনৈতিক ভাবে আমাকে হয়রানি এবং নাশকতা মামলার আসামি হতে হয়েছে। ২৪-১২-২০১৮ সালে লস্কর ইউনিয়নের আলমতলাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে পাইকগাছা থানায় দায়ের কৃত ১৩ নং নাশকতার মামলায় আমাকে ৯ নং আসামি করা হয়। রাজনৈতিক ভাবে আমার সুনাম নষ্ট এবং ভাবমূর্তি ক্ষুন্ন করতে কে বা কারা আমার অগোচরে জাতীয় শ্রমিক লীগের পাইকগাছা পৌরসভা আহবায়ক কমিটির নামের তালিকায় যুগ্ম আহবায়ক হিসেবে আমার নাম ব্যবহার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জাতীয় শ্রমিক লীগের কথিত তালিকা থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি। একই সাথে আমি ঘোষণা করছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া জাতীয় শ্রমিক লীগ সহ অন্য কোন রাজনৈতিক সংগঠনের সাথে আমার কোন সংশ্লিষ্ট ছিল না, নেই এবং ভবিষ্যতে ও কোন দিন থাকবে না। আমি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ কে অনুসরণ এবং হৃদয়ে ধারণ করে সকল কর্মকাণ্ড করবো সেই প্রত্যয় ব্যক্ত করছি।
জাকির হোসেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও তারই যোগ্য উত্তরসূরী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।।
আপনার মন্তব্য প্রদান করুন...