তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:তেঁতুলিয়া উপজেলা শালবাহান রোড মাঝিপাড়া উদয়ন ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে মাঝিপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় ফাইনাল খেলা জেলা জজ কোট অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াছিনুল হক দুলাল’র সভাপতিত্বে খেলা উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।
খেলা উদ্বোধনের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগ মুক্তির জন্য দোয়া করেন খেলোয়ার সহ স্থানীয় খেলা দেখতে আশা জনগণ।
এ বিষয়ে উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল ও নাঈম আশরাফ (রিপন) জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নি। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে গ্রাম বাংলা স্পোর্টিং ক্লাব ডাংগাপাড়া দল ২-০ গোলে কাউরুগঞ্জ যুব সমাজ ভজনপুর স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ি দলকে পুরষ্কিত করে মেডেল পড়িয়ে দেওয়া হয়।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সাম্পাদক আবু সায়েদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল, তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজ, মনোয়ার হোসেন হানিফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য প্রদান করুন...