৬২ বিজিবি কর্তৃক অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিত
১৪ জানুয়ারি বিকাল ৪ টায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ
মহাপরিচালক’র নির্দেশনা মোতাবেক দেশব্যাপী বিজিবি কর্তৃক অসহায় গরিব ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ ব্যাটেলিয়ন (৬২ বিজিবি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উক্ত কার্যক্রমে নারায়ণগঞ্জ ব্যাটেলিয়ন (৬২ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সালাউদ্দিন চৌধুরী পিএসসি জি+ আর্টিনারি এতে উপস্থিত থেকে অংশগ্রহণ করে বলেন, নারায়ণগঞ্জ ব্যাটেলিয়ান (৬২ বিজিবি) জনগণের পাশে থাকার প্রত্যয় নিয়ে বিভিন্ন সময়ে প্রয়োজনীয়তা অনুসারে গরীব ও দুঃস্থদের খাবার ত্রাণসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রধানসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয়ী।
আপনার মন্তব্য প্রদান করুন...