১৩ মঙ্গলবার বাদ আছর আব্দুল হাই সাহেবের বাড়ী সংলগ্ন সফর ভূইয়া’র বালুর মাঠে সোনাচড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্দ্যেগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনাচড়া যুব সমাজ সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলের
প্রধান বক্তা ছিলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (এয়ারপোর্ট) গেইট জামে মসজিদের খতিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা বিন ইয়ামিন সাদী (দা. বা.)
বিশেষ আকর্ষণ ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হাফেজ মাওলানা আতিকুর রহমান আশরাফি (দা.বা.) সিনিয়র শিক্ষক, মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা।
বিশেষ বক্তা ছিলেন, সোনাচড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতী আবু সাঈদ। রামনগ বাইতুন নূর জামে মসজিদের খতিব মাও. মুফতি ফেরদাউস ইসলাম ফরিদ, ১নং ডকইয়ার্ড মসজিদ খতিব হযরত মাও. নুরুল আমিন আল- মাহদী, দক্ষিণ সোনাচড়া নুরে জান্নাত জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফ আলী, বায়তুল মামুর জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা মুফতি মাহমুদ হাসান।
মাহফিলের উপস্থাপনায় ছিলেন, মুফতি আবু সাঈদ, হাফেজ রিফাতুল্লাহ ও হাফেজ নাঈম।
উক্ত মাহফিলে মহিলাদের ওয়াজ শোনার সু-ব্যবস্থা আছে ছিলো।
আপনার মন্তব্য প্রদান করুন...