রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের(১৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ আগস্ট শনিবার বিশ্বরোড মারকাসুল মসজিদের পাশের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। তার পরিচয় সনাক্ত করা যায়নি।
সিআইডি এবং পিবিআই এর বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিম এর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ পূর্বক মরদেহের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...