বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন র‍্যালী আলোচনা সভা হুইলচেয়ার বিতরণ রাণীশংকৈলে মানবকল্যাণ পরিষদ এমকেপি’র ত্রৈমাসিক সভা   শখের বসে বিদেশি পাখি পালন করতে গিয়ে এখন খামারী রাণীশংকৈলের মোশাররফ রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া

সোনারগাঁও পরিত্যক্ত জায়গা থেকে জীবিত নবজাতক উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

সোনারগাঁও প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরিত্যক্ত জায়গা থেকে জীবিত এক নবজাতককে উদ্ধার করেছেন এক মুদি ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা থেকে শিশুটিকে কুড়িয়ে পান মামুন নামে স্থানীয় এক মুদি ব্যবসায়ী। পরে শিশুটিকে তিনি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, কুড়িয়ে পাওয়া শিশুটি মেয়ে শিশু। শিশুটির বয়স এক দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় জালাল টাওয়ারের পেছনে পরিত্যক্ত নির্জন স্থানে কাপড় দিয়ে ঢাকা অবস্থায় একটি নবজাতক শিশুকে পড়ে থাকতে দেখেন মামুন ব্যবসায়ী মামুন। কাছে এগিয়ে গেলে তিনি শিশুটির কান্নার শব্দ শুনতে পান। পরে জীবন্ত নবজাতক শিশুটিকে কুড়িয়ে কোলে তুলে লোকালয়ে নিয়ে আসেন তিনি।

এ সময় শিশুটির কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন ভিড় করেন। কেউ কেউ শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে স্থানীয়দের পরামর্শে ওই ব্যবসায়ী শিশুটিকে সোনারগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সেখানেও শিশুটিকে দেখতে ও দত্তক নিতে ছুটে যান অনেকেই।

মুদি ব্যবসায়ী মামুন জানান, জালাল টাওয়ার পেছনে সরু রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় অন্ধকারে একটি শিশু পড়ে থাকতে দেখেন। শিশুটি কাপড় দিয়ে আবৃত ছিল। তবে মুখ ছিল সামান্য খোলা। মশার কামড়ে শিশুটির মুখমণ্ডল লাল হয়ে ছিল। ফলে যন্ত্রণায় শিশুটি কান্না করছিল। পরে কোনো কিছু চিন্তা-ভাবনা না করে শিশুটিকে নিরাপদ করার জন্য তিনি কোলে তুলে লোকালয়ে নিয়ে যান। এরপর সবার পরামর্শে তিনি শিশুটিকে সোনারগাঁও থানায় পুলিশের কাছে তুলে দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..