সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আবুবক্কর সিদ্দিক স্বপন / ২৬০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে কলেজছাত্র সুদীপ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তার সহপাঠী ও বন্ধুরা।

সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় শহরের পায়রা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সুদীপ আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ছোটবেলায় মাকে হারানো সুদীপ বেড়ে ওঠে সৎ মায়ের সঙ্গে। তার পরিবারের সদস্যরা প্রথম থেকেই ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উপস্থাপন করতে চাইলেও, বন্ধুরা বলছেন তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল যা আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বক্তারা অভিযোগ করেন, মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই দাহকার্য সম্পন্নের চেষ্টা করা হয়। এমনকি শেষকৃত্য অনুষ্ঠানের সময় শ্মশান ঘাটে পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। সুদীপের সৎ ভাই শিলন, যিনি এই ঘটনার পর থেকেই পলাতক, তাকে হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করছেন বন্ধুরা।

বক্তারা বলেন, “যদি এটি আত্মহত্যা হতো তবে শিলন কেন পলাতক? আমরা এর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্তে অগ্রগতি না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন বরাবর স্বারকলিপি প্রদান করবে আন্দোলনকারীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..