রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলার সভা

মো. আবু কাওছার মিঠু / ২৭০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখার কৌশল নির্ধারণ করাই ছিল এই সভার মূল উদ্দেশ্য।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার(গ)মেহেদী, রূপগঞ্জ উপজেলা পূর্বাচল উপশহরের রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, সেনাবাহিনী অফিসার ক্যাপ্টেন মো. আবরার হোসেন, ক্যাপ্টেন মোহাম্মদ আসিফ, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা, উপজেলার দুর্যোগ ও ক্রাণ অফিসার আইমিন সুলতানা এবং  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সাংবাদিক সহ পূজা মন্ডপের সভাপতি ও সেক্রেটারি সকলেই সবাই উপস্থিত ছিলেন।

রূপগঞ্জের সকল পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। মণ্ডপগুলোতে প্রবেশ ও প্রস্থানে আলাদা ব্যবস্থা থাকবে। মণ্ডপের চারপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। পূজা চলাকালীন সময়ে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির ওপর নজরদারি বাড়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছ। পূজার সময় মণ্ডপগুলোর আশেপাশে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। অপ্রীতিকর যানজট এড়াতে বিকল্প রাস্তা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। বড় মণ্ডপগুলোর কাছাকাছি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে।

পূজার দিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার জন্য বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি মণ্ডপের আশেপাশে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের গুজব বা উসকানিমূলক পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি করবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..