বিশেষ প্রতিনিধি; বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলস ইউনিট কমিটির উদ্বোগে ১৩ অক্টোবর সোমবার বিকালে বেঙ্গল টেক্সটাইল মিল গেইট চত্বরে এক কর্মী সন্মেলন মো. হাসেম বিশ্বাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মি সন্মেলনে প্রধান অতিথি বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সভাপতি আলহাজ্ব মো. রবিউল হোসেন রবি।
বিশেষ অথিতি বক্তব্য রাখেন, শ্রমিক দলের সদস্য সচিব রফিকুজ্জাম্মান টুলু, কার্যকরী সভাপতি জাহিদুল ইসলাম লাল, থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক মো. সমসের আলম, মটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লা, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন সভাপতি মাসুদ রানা, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান (হাবিব), সিডলু টেক্সটাইল মিল ইউনিট কমিটির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা, বেঙ্গল টেক্সটাইল মিল ইউনিট কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ।
কর্মী সভা শেষে মো. হাসেম বিশ্বাস সভাপতি, আ. হান্নান সাধারণ সম্পাদক ও মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বেঙ্গল টেক্সটাইল মিলস শ্রমিক দলের ইউনিট কমিটি গঠন করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...