রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় তেঁতুলিয়া বিএনপির দোয়া মাহফিল

জুলহাস উদ্দিন / ২৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি: রবিবার (৩০নভেম্বর) সন্ধায় উপজেলা বিএনপি কার্যালরের সামনে তেঁতুলিয়া উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ৩বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু’র সভাপতিত্বে আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা ওলামা দলের আহ্বায়ক সোহরাব আলী সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলেওয়াত করেন, ইউনিয়ন ও উপজেলা ওলামাদলের নেত্রীবৃন্দ।

শাহাদাত হোসেন রঞ্জু বলেন, বিএনপি চেয়ারপার্সন তিনি একজন সফল প্রধানমন্ত্রী এবং দেশপ্রেমিক। তিনি দেশের ক্রান্তিকালীন সময়গুলোতে কখনই জনগণকে ছেড়ে যাননি। নিজের জীবন ও পরিবারের কথা না ভেবে তিনি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয় দেশের মানুষকে ভালো বেশে নিজের সন্তান আরাফাত রহমান কোকো কে হারিয়েও বিচলিত হননি। আজকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজার হাজার মানুষ ছুটে এসেছে। এ থেকেই বোঝা যায় দেশের জনগণ তাঁকে কতটা ভালবাসে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, উপজেলা বিএনপি অন্যতম সদস্য আব্দুস সাত্তার, উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, ১নং ইউপি সভাপতি আতিয়ার রহমান, ৩নং ইউপি সম্পাদক তোজাম্মেল হক, উপজেলা ছাত্র দলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবুব্বকর সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আসিক ইকবালসহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।

পরিশেষে ৩নং সদর ইউনিয়ন ওলামাদলের সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..