বিশেষ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের স্বনামধন্য কোচ অশোক কুমার দাস’র হাতে গড়া অগ্রদূত ক্রিকেট একাডেমীর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সম্মাননা প্রদান এবং অগ্রদূত ক্রিকেট একাডেমির বর্তমান ও সাবেক খেলোয়াড়দের সনদ প্রদান করা হয়।
১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। নারায়ণগঞ্জের স্বনামধন্য কোচ অশোক কুমার দাস কে তার ২৫ বছর ক্রিকেট কোচিং জীবনের সাফল্যের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেন। সম্মাননা প্রদান করেন অগ্রদূত ক্রিকেট একাডেমির খেলোয়ারদের পক্ষ থেকে রাকিব আল হাসান এবং বিপ্লব চন্দ্র দাস।
আমন্ত্রিত অতিথিদেরকেও নারায়ণগঞ্জ জেলার ক্রিকেটে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সম্মান স্বরূপ সম্মাননা উপহার তুলে দেয়া হয়।
অগ্রদূত ক্রিকেট একাডেমির সদস্যবৃন্দ সম্মানিত কোচ ও ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। জেলা এবং জাতীয় ক্রিকেটে তাদের অবদানের কথা তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ “অগ্রদূত ক্রিকেট একাডেমি” শতবর্ষি হয়ে প্রজন্মের পর প্রজন্মান্তরে তাদের পদচিহ্ন রেখে যাক এই প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজক “অগ্রদূত ক্রিকেট একাডেমি” সম্মানিত কোচ ও ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, সম্মানিত কোচ ও জাতীয় ক্রিকেটারদের অবদান নারায়ণগঞ্জ ক্রীড়াঙ্গন আমৃত্যু শ্রদ্ধার সাথে তাদের স্বরণে রাখবে। তাদের অবদানের কথা, কৃতিত্বের কথা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেন। অতীত ইতিহাসে যেনো বিস্মৃতি না ঘটে, সকলে শ্রদ্ধার সাথে তাদের স্বরণে রাখেন এবং নতুন প্রজন্মের মাঝে তাদের দেখে ক্রিকেটের প্রতি অনুরাগ জন্মে সে বিষয়ের প্রতি গুরুত্বারোপ করা হয়। কারণ ওনারাই আমাদের প্রেরণার উৎস হয়ে আছেন, থাকবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ক্রিকেট কোচ জলিসুর রহিম, রেইনবো অ্যাটলেটিক ক্লাবের হেড কোচ এনামুল হক খোকা, নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমির সাবেক কোচ মশিউর রহমান সোহেল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ, জুয়েল হোসেন মনা, মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা তপু, সাবেক ক্রিকেটার আশিকুর রহমান জন, আলমগীর হোসেন আলম সহ অগ্রদূত টিকেট একাডেমীর সাবেক এবং বর্তমান খেলোয়াড়গন। অনুষ্ঠানকে শ্রুতি মধুর শব্দ মালায় সঞ্চালনা করেন সাবেক ক্রিকেটার সেলিম রেজা।
আপনার মন্তব্য প্রদান করুন...