শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার হাসান আলীর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

অভয়নগরে ঈদের দিন রাতে ফুচকা খেয়ে শিশুসহ ৫০ জন নারী-পুরুষ অসুস্থ, হাসপাতালে ভর্তি

মো. কামাল হোসেন / ২৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: যশোর অভয়নগরে ঈদের দিন ৩১ মার্চ সোমবার রাতে ঈদের মেলা হতে ফুচকা খেয়ে শিশুসহ কমপক্ষে ৫০জন নারী-পুরুষ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়া রোগীরা অভয়নগর উপজেলার আশেপাশের এলাকার বাসিন্দা। ১ এপ্রিল মঙ্গলবার সকালে অসুস্থ এসব রোগীদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এক পরিবারের তিনজন অসুস্থ হয়ে পড়া পরিবারের সদস্য কাপাশহাটি গ্রামের বাসিন্দা মাওলানা তাকিব হুসাইন জানান, ভৈরব সেতুর পূর্বপাড়ে দেয়াপাড়া এলাকায় ঈদের দিন বসেছিল ঈদ মেলা। সেই মেলায় গিয়ে ফুচকা খেয়ে তার পরিবারের ৩জন, বেঙ্গল টেক্সটাইল মিল ইমাম সাহেবের পরিবারের ৮ জন, প্রেমবাগ গ্রামের এক পরিবারের ৫ জন।

আসাদুল ও তার স্ত্রী সুমাইয়া, ছেলে সোহাগ ও সিয়াম, মেয়ে বৃষ্টিসহ কমপক্ষে ৫০ জন অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজিব জানান, ঈদের দিন মেলা থেকে ফুচকা খেয়ে ফুড পয়জনিং (ডাইরিয়ায় আক্রান্ত) হয়ে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি, তবে বয়স্ক নারী-পুরুষও রয়েছে। বেশিরভাগ রোগীর পেটে ব্যথা ও বমির কারণেই তাদের হাসপাতালে ভর্তি করে স্যালাইনসহ ওষুধপত্র দেয়া হচ্ছে।

এবিষয়ে দেয়াপাড়া ঈদ মেলা আয়োজক কমিটির সভাপতি মাসুদ রানা জানান, বিষয়টি আমিও জেনেছি ঘটনাটি খুবই দুঃখজনক ফুচকা দোকান মালিকের বাড়ি রুপদিয়া অঞ্চলে।

এবিষয়ে ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকার দোকান মালিক যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের মনিরুল ইসলাম বলেন, আমি ১২ বছর ধরে ফুচকার ব্যবসা করছি কোনদিন এমন ঘটনা ঘটেনি। ওই মেলা আয়োজকরা অনুরোধ করেছিলো মেলার মাঠে দোকান বসাতে আমি তাদের কথা শুনিনি, কেউ হয়তো আমাকে বিপদে ফেলতে আমার অগোচরে ষড়যন্ত্র করে ফুসকার টক তরলে কিছু মিশিয়ে দিয়েছে। যে কারনে আমি বিপদে পড়েছি। তা ছাড়া আমি একজন ছোট ব্যবসায়ী আমি কিছুতেই চাইবোনা মানুষের কোন ক্ষতি করে আমার ব্যবসার ক্ষতি করি।

এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, এব্যাপারে এখনো কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..