সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে জিয়াউর রহমান ফাউন্ডেশন 

মো. খোরশেদ আলম / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে জিয়াউর রহমজুলাই গণঅভ্যুত্থানে খুলনার পাইকগাছার দুই শহিদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট তারেক রহমান এর পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

২৩ মার্চ রবিবার সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুই শহীদদের বাড়িতে গিয়ে তার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রথমে চাঁদখালী ইউনিয়নের কালিদাস পুর গ্রামের শহিদ রাকিবুল ইসলামের বাড়িতে যায় ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। এসময় রাকিবুল হাসান এর পিতা রফিকুল ইসলাম ও তার মাতার কাছে ঈদ উপহার সামগ্রী এবং তারেক রহমান স্বাক্ষরিত একটি পত্র তুলে দেওয়া হয়।

এরপর রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামে নিহত মৎস্য ব্যবসায়ী নবী নূর মোড়লের বাড়িতে যান নেতৃবৃন্দ। এসময় নবী নূর মোড়লের মাতা তহুরা বিবির নিকট ঈদ সামগ্রী তারেক রহমান স্বাক্ষরিত একটি পত্র তুলে দেওয়া হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ফাউন্ডেশন এবং দলীয় নেতৃবৃন্দ কে সাথে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর মাধ্যমে অত্র এলাকার শহিদ এই দুই পরিবারের কাছে ঈদ শুভেচ্ছা উপহার ও তারেক রহমানের একটি পত্র  পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বিভাগীয় সদস্য সচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কৃষিবিদ ড. এসএম ফেরদৌস, খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, পাইকগাছা উপজেলা বিএনপির  সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌর আহবায়ক আসলাম পারভেজ, ১ নং যুগ্ম আহবায়ক সেলিম রেজা লাকি, বিএনপি নেতা শেখ ইমামুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, আসাদুজ্জামান ময়না, সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, নজরুল ইসলাম, ইউনুস মোল্লা, সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, আনোয়ারুল ইসলাম।

উল্লেখ্য গত ২১ জুলাই ঢাকার সাভারে শ্রীকন্ঠপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী নবী নূর মোড়ল গুলিতে নিহত হয়। এবং ৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালিদাস পুর গ্রামের শিক্ষার্থী রাকিবুল হাসান এর মর্মান্তিক মৃত্যু হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..