সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

নান্দাইলে চাচা কে কুপিয়ে জখম যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

মোশারফ হোসেন রিয়াদ / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

নান্দাইলে জমি বিরোধের জেরে ষাটোর্ধ চাচা সুলতান মিয়া কে কুপিয়ে জখমের ঘটনায় ভাতিজা উপজেলা যুবলীগ নেতা মো. সজিব মিয়ার সহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নান্দাইল মডেল থানায় নেতা মো. সজিব(৩২) সহ ৪ জনের নামে মামলা দায়ের করেন ভোক্তভোগী মো. সুলতান মিয়া। মামলা অন্য আসামীরা হলো- মো. রকিব মিয়া (২৫), সামছুদ্দিন (৬৫) ও মো. খোকন মিয়া (৬২)।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মোজাহিদুল ইসলাম৷

নান্দাইল মডেল থানার মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কপালহর গ্রামের নিরীহ কৃষক সুলতান মিয়া তার দুই ছেলে প্রবাসে থাকায় পরিবারে সচ্ছলতা ফিরে আসে।

এদিকে প্রতিবেশী সামছুদ্দিনের পুত্র যুবলীগ নেতা সজিব মিয়ার রোষানলে পড়ে পরিবারটি। গত ২৫ ফেব্রুয়ারি সুলতান মিয়া তার পৈতৃক জমিতে পানি নিতে যান। সে সময় পূর্বপরিকল্পিত ভাবে সামছুদ্দিনের পুত্র উপজেলা যুবলীগ নেতা সজিব মিয়া বাঁধা নিষেধ করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কোদাল ও লোহার রড দিয়ে কুপিয়ে সুলতান মিয়ার বাম হাত ও পা ভেঙ্গে দেন। আহত অবস্থায় সুলতান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সে থেকে বর্তমান পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। ভাঙ্গা হাত নিয়ে কষ্ট যন্ত্রণায় দিন পার করছেন তিনি।

স্থানীয়রা জানান- উপজেলা যুবলীগ নেতা সজিব মিয়া আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতার অপব্যবহার করে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মনোয়ারা জুয়েল এর স্বামী জুয়েল মিয়া কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছিল। এদিকে গত ২৫ ফেব্রুয়ারী সুলতান মিয়াকেও কুপিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে।

সুলতান মিয়া বলেন- আমার পৈতৃক সম্পত্তিতে যেতে যুবলীগ নেতা বাঁধা নিষেধ করে। প্রতিবাদ করাতেই কোদাল দিয়ে কুপিয়ে হাত ভেঙ্গে দিয়েছে। তারপরেও বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। আমি এর বিচার চাই।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন- এঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। আসামী ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..