সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা    

মোঃ খোরশেদ আলম / ৪৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

পাইকগাছা খুলনা প্রতিনিধি: “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় পাইকগাছায়  প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীয়া মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ক্রীয়া সামগ্রী পৌরসভা ও ইউনিয়নের ক্লাবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন’র সভাপতিত্বে ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রকর হাসিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক মো. আসলাম পারভেজ, পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, ২ নং যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ নেওয়াজ, বিএনপি নেতা জিয়া নায়েব রানা সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা খেলাধুলার গুরুত্ব, মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা এবং ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..