পাইকগাছায় মসজিদের জমি নিয়ে বিরোধ সৃষ্টি সহ নানা অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল এক পরিবারের বিরুদ্ধে। পরিবারটি মসজিদের কাজে বাঁধা প্রদান, পবিত্রতা নষ্ট, ও ভাংচুর সহ মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাবাসী কে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
উপজেলার গদাইপুর গ্রামের গোপালপুর গ্রামের গোপালপুর বায়তুন নুর জামে মসজিদের জমি নিয়ে মসজিদ সংলগ্ন পুলিশ কনস্টেবল মহসিন ঝর্ণা দম্পতির মধ্যে এ বিরোধ তৈরী হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি শিক্ষক এসএম আমিনুর রহমান লিটু বলেন, আমরা এলাকাবাসী ২০০৫ সালে ৯ শতক জমির উপর মসজিদ নির্মাণ করে মসজিদটিতে শান্তি পূর্ণ পরিবেশে দীর্ঘদিন নামাজ আদায় করে আসছি। কিন্তু দুঃখের বিষয় মসজিদের পাশের প্রতিবেশী পুলিশ কনস্টেবল মহাসিন সরদার ও তার পরিবার মসজিদ নিয়ে বিরোধ সৃষ্টি করার অপচেষ্টা করে আসছে।
সভাপতি লিটু বলেন, মহাসিন এর স্ত্রী ঝর্ণা পারভীন মসজিদের পবিত্রতা নষ্ট করা সহ মসজিদের উন্নয়ন কাজে বাঁধা প্রদান, বাথরুম ও ওযুখানা ভাংচুর এবং মিথ্যা অভিযোগ দিয়ে এলাকাবাসী কে হয়রানি করছে। মঙ্গলবার সকালে থানায় ঝর্ণা পারভীন এর দায়ের করা একটি অভিযোগের তদন্তে সরেজমিন আসেন থানার এসআই আনিসুর রহমান। সকাল সাড়ে ১০ টায় তদন্ত কর্মকর্তা সহ এলাকার সূধীজন অনেকেই উপস্থিত হলেও বাদি ঝর্ণা পারভীন এবং তার পক্ষের কেউ সেখানে উপস্থিত হয়নি।
এসময় উপস্থিত এলাকাবাসী পুলিশ কনস্টেবল ও তার পরিবারের প্রতি ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ করেন এবং হয়রানি থেকে পরিত্রাণ পাওয়ার দাবি জানান।
তদন্ত কর্মকর্তা আনিসুর রহমান মুঠো ফোনে কনস্টেবল মহাসিন এর সাথে কথা বলে দ্রুত বিরোধ নিষ্পত্তি করা হবে বলে এলাকাবাসী কে আশ্বস্ত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...