বন্দর প্রতিনিধি: ২৮ জুন শনিবার দুপুর ১:৩০ মিনিটে পুরান বন্দর চৌধুরী বাড়ী মমিন মার্কেটের সামনে পুরান বন্দর চৌধুরী বাড়ির সচেতন মহলের আয়োজনে খাল রক্ষায় মানববন্ধনের আয়োজন করা হয়।
শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদীর মূল খাল থেকে শাখা খাল ভরাট করে পুরান বন্দর চৌধুরী বাড়ি হাবিব নগর মসজিদ এবং মাদ্রাসার দোহাই দিয়ে চৌধুরী বাড়ির খাল দখল করে ভূমিদস্যু সেলিম সরকার।
সে খাল ও বাজার অবমুক্তির জন্য সচেতন মহল ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন, পুরান বন্দর চৌধুরী বাড়ীর সমাজসেবক দাইমুদ্দিন প্রধান, এড. আনিসুর রহমান, হুমায়ুন মোল্লা, এড. সাদিকুল ইসলাম তাজুল, হাবিব মোল্লা, জুম্মান, সুমি বেগম, সাজ্জাদ মোল্লা, শুক্কুর, আনোয়ার মোল্লা, আবুল হাসান প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...