সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা সমাবেশ ২০২৫ শুভ উদ্বোধন

এম এন এ আজাদ / ২২৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারায়ণগঞ্জ জেলার আয়োজনে ২৪ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ এর শুভ উদ্বোধন করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর খিলগাঁও, মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বিএএম, এসজিপি, এনডিইউ, এএফডব্লিওসি, পিএসসি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এটা ভাষার মাস, এ মাসে ভাষার জন্য অনেকেই শহীদ হয়েছেন, এর মধ্যে অন্যতম হলো আব্দুর জব্বার। যিনি আনসার কমান্ডার ছিলেন। এ ভাষার জন্য তিনিও শহীদ হন। তিনি আনসার বাহিনীতে জয়েন্ট করে আত্মহুতি দিয়েছেন। তার জীবনের বিনিময়ে যে আত্মত্যাগ, এই আত্মত্যাগ বা জীবন দিয়ে সে আমাদের ভাষা দিয়েছেন। আজ আমরা গর্ব করে বাংলা ভাষায় কথা বলতে পারি। আমি শ্রদ্ধা ভরে তাকে স্বরন করছি। আনসার একটি সর্ববৃহতম বাহিনী যা সারা বাংলাদেশে কাজ করছে তাদের নিয়েও আমি গর্ব করি।

এতে স্বাগত বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কমান্ডেন্ট কানিজ ফারজানা শান্তা বিভিএমএস।

আমন্ত্রিত অতিথি ছিলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ঢাকা রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম বিএমএস, উপমহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ র‍্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাদ্দাম হোসেন এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারায়ণগঞ্জ জেলার সফল উদ্যোক্তা হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের হাত থেকে শ্রেষ্ঠ পুরস্কারটি গ্রহণ করেন, বন্দর উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. সামসুল হক দেওয়ান পিএএমএস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, আঠাইহাজার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আল মামুন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..