স্টাফ রিপোর্টার: ৩১ জানুয়ারী শুক্রবার রাত ৮টায় লক্ষ্যারচর দক্ষিণপাড়া সমাজবাসীর উদ্যোগে ও এলডিপি ক্লাবের আয়োজনে নাইট ম্যাচ ডিগবল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
লক্ষ্যারচর দক্ষিণপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. মেহেদি হাসান পনির’র সভাপতিত্বে ও লক্ষ্যারচর দক্ষিণপাড়া (এলডিপি) ক্লাব’র সদস্য মো. জীবন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিল আলহাজ্ব ফয়সাল মো. সাগর।
বিশেষ অতিথি ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, মদনগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আল মামুন, সমাজ সেবক চঞ্চল মাহমুদ, আলী নওশাদ আনোয়ার তুষার, মো. সাগর, পনির হোসেন, মো. আলম, জসিম উদ্দিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহন করেন, সাহাদত স্মৃতি সংসদ বনাম মাহমুদনগর বয়েজ ক্লাব।
আপনার মন্তব্য প্রদান করুন...