শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের পূর্বে গণভোটের দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন- আনিসুল হক পলাশবাড়ী উপজেলার বরিশাল ব্লকে তেল ফসলের আবাদ বৃদ্ধির জন্য উদ্ধুদ্ধকরণ সভা রূপগঞ্জে চার যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে পুলিশ রাণীশংকৈলে দুই মাথাওয়ালা বাছুরের জন্ম চাঞ্চল্যের সৃষ্টি একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে স্কুলে স্কুলে বাবুলের পানির ইউনিট স্থাপন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল পরিস্কার ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল রূপগঞ্জে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৮ শতাধিক দরিদ্র মানুষ রাণীশংকৈলে দিনমজুরের বাড়িতে কৃষি কাজে ব্যাবহৃত ১৯ টি মেশিন ও সোলার পাম্প  মাসুদুজ্জামান এর পক্ষে হাজী নূরুদ্দিন আহমেদ কে নিয়ে সাহাদুল্লাহ মুকুলের পথসভা ও লিফলেট বিতরণ

শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ রাষ্ট্রপ্রধান ইউনূস : মোমিন মেহেদী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার :
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিশে^ শান্তিতে নোবেলজয়ী প্রথম ব্যর্থ রাষ্ট্রপ্রধান ইউনূস, যার রাষ্ট্রপরিচালনার সময়ে লাশে অগ্নিসংযোগ করা হয়েছে, পাঠ্যবই মুদ্রণে দুর্নীতি হয়েছে, সচিবালয় থেকে ফুটপাতে দুর্নীতি ৩ গুণ বেড়েছে, নির্বাচিত সরকারের চেয়েও অনেক বেশি সহিংসতা তৈরিসহ শত-সহস্র সন্ত্রাস-মবের ঘটনা প্রতিদিন ঘটছে।

১০ অক্টোবর বেলা সাড়ে ১১ টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ‘দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ-দুর্নীতি প্রতিরোধ প্রয়োজন, গণ ভোট নয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,  এই সরকারের সাবেক স্বৈরাচার সরকারের অনেক মিল যেমন- ঐ সরকারের সময়ের মত করেই এই সরকার ভাই-ভাতিজা-স্বজন-বন্ধুদেরকে ক্ষমতার ভাগ-বাটোয়ারা দেয়া হচ্ছে, আইন-শৃঙ্খলার অবনতিতেও তাদের সাথে অনেক মিল, দুর্নীতিতেও অতিতের সরকারের সাথে মিল রেখে ইউনূস সরকার প্রমাণ করেছেন তিনি শান্তিতে নোবেলজয়ী হলেও শান্তি প্রতিষ্ঠায় তিনি সম্পূর্ণ ব্যর্থ।

বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা, সদস্য হুমায়ুন কবির জীবন প্রমুখ।

এসময় নতুনধারার নেতৃবৃন্দ আরো বলেন, এই সরকারের অধিকাংশ উপদেষ্টাই দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে অতিতের সকল সরকারের চেয়ে বেশি দুর্নীতিপরায়ণ হিসেবে পরিচিতি পাচ্ছেন। সেই সাথে স্বাস্থ্য-খাদ্য-কর্মসংস্থানসহ অধিকাংশ মন্ত্রণালয়ই দুর্নীতির কারণে অতিতের চেয়েও বাজেভাবে বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..