সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

শিশু আছিয়া ধর্ষকের শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

রফিকুল ইসলাম রফিক / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: “আমার বোন কবরে খুনি কেন বাহিরে’ এই শ্লোগানে শিশু আছিয়া ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে জেলার ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,
বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের মুখ‍্য সংগঠক ইয়াকুব রহমান শ্রাবন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মাহফুজুল ইসলাম কিরণ, শ্রমিককল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মানিক, গছিডাঙ্গা জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করে একাত্মতা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..