নারায়ণগঞ্জ জেলার বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ কর্মী জাহাঙ্গীর (৪৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হয়াৎ আইভী পন্থি যুবলীগ কর্মী ধৃত জাহাঙ্গীর বন্দর থানার ২০ নং ওয়ার্ড দড়ি সোনাকান্দা এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান ওরফে বদু মিয়ার ছেলে।
গতকাল দিবাগত রাতে (১৮ অক্টোবর) বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানায় দায়েরকৃত ১৪(৮)২৪ নং মামলায় ১৯ অক্টোবর রবিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
থানার তথ্যসূত্রে জানা যায়, গত ২০২৪ইং সালের ২৩ জুলাই রাত সাড়ে ১২টায় সময় মামলার বাদী জাহিদ আল-আমিন প্রকাশ বুলবুলকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে রিক্সার গ্যারেজে অর্তকিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
গ্যারেজ ভাংচুর ও লুটপাটের ঘটনায় সম্পৃক্ততা থাকার অপরাধে যুবলীগ কর্মী জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...