সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া নারায়ণগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড ২০ ঘর পুড়ে ছাঁই খালেদা জিয়ার অবস্থার উন্নতি রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা আলোচনা সভা

জামালপুরে একজনকে হাত-পা কেটে কুপিয়ে হত্যা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৮২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজনের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে।

এছাড়া বিপুলের স্ত্রীর তিনটি আঙুল ও পায়ের রগ কাটাসহ তার মায়ের ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদারের ছেলে।

জানা গেছে, দুপুরে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাদ হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুল ও তার স্ত্রীর ওপর হামলা করেন।

এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এছাড়া তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগও সন্ত্রাসীরা কেটেও দেয়। এ দৃশ্য দেখে বিপুলের মা আছমা বেগম এগিয়ে গেলে তারও একটি হাত ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..