আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন প্রত্যাশি ক্রীড়ানুরাগী, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের অলিগলি চষে বেড়াচ্ছে যুবদলের ১৯ নং ওয়ার্ড সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন (আনার), সাবেক সহ-সভাপতি মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহআলম, যুবদল নেতা রয়েল আহমেদ, রফিকুল, শুক্কুর, আনোয়ার, হুমায়ূন, হৃদয়, জুয়েল প্রমুখ।
এসময় আনোয়ার হোসেন আনার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য মাসুদুজ্জামান মাসুদ (মডেল মাসুদ) এর পক্ষ হয়ে আমরা সকলে একযোগে কাজ করে যাচ্ছি। কারণ আমাদের জানামতে সৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে তার কোন বিকল্প নেই। আমি মনে করি তিনি সাবেক সকল ত্যাগী নেতাগণকে মূল্যায়ন করবেন। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।
আপনার মন্তব্য প্রদান করুন...