শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকের সাথে অ্যাডভোকেট বিশুর অশোভন আচরণ ৭২ ঘন্টার আল্টিমেটাম  সুনামগঞ্জ-১ আসনে মো. মাহবুবুর রহমান তৃণমূল বিএনপির পছন্দ নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচলে অবৈধ গরুর হাট বন্ধ ও ৯টি বালুর গদিতে উচ্ছেদ অভিযান দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি থেকে দেশ রক্ষার আহবান রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে বেদখল সরকারি খাল উদ্ধার  ফুলবাড়ীর ছাত্র শিবিরের আয়োজনে উপ শাখার দায়িত্বশীলদের সমাবেশ  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সারা বাংলাদেশে ১ম স্থান এবং শ্রেষ্ঠ যুব সংগঠক পদক পেলেন আল সাজিদুল ইসলাম গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত তেঁতুলিয়া উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক-সাবেত আলী

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

গাইবান্ধা প্রতিনিধিঃ পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে প্রতিবন্ধকতা করায় অভিযান করা হয়েছে।

১১ আগস্ট (সোমবার) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েকটি জলাশয়ে এ অভিযান পরিচালিত করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। তার সাথে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, পলাশবাড়ী থানার এসআই মাহফুজ।

বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আষাঢ়-শ্রাবন মাসে পানিতে ডিম দিয়ে থাকে। এই সময়ে দেশীয় মা্ মাছগুলো ধরার জন্য বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি দিয়ে আহরণ করা হয় এবং বিভিন্ন উপায়ে ব্রীজ- কালভার্টগুলোর পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলে সোমবার দুপুরে বেশ কয়েকটি ব্রীজ কালভার্ট ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টির পানি কোথাও কোথাও এমনভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে এতে আমরা যে ধান রোপন করেছিলাম সেগুলো পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।

পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান, অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা-মাছগুলো ধরা আহরণ করা হচ্ছে পাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে আমরা এমন অভিযোগ পেয়ে আজ কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ-

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে প্রতিবন্ধকতায় করায় অভিযান করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..