রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও বন্দরে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন- আবু জাফর আহমেদ বাবুল খানপুর ৩০০ শয্যা হাসপাতাল পরিস্কার, মশক নিধন ও ডেঙ্গু কিট প্রদান করেন- আবু জাফর আহমেদ বাবুল মদনপুরে তারেক রহমানের লিফলেট বিতরণ করলেন- আবু জাফর আহমেদ লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করলেন-আবু জাফর আহমেদ বাবুল বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুল আহমেদ’র লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ মহানগর ১৯ ও ২০ নং ওয়ার্ডে বাবুল আহমেদ’র জনসংযোগ ও লিফলেট বিতরণ বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বন্দর উপজেলা আনসার ও ভিডিপি’র উদ্যোগে রাস্তা নির্মাণ নাসিক ১৯ নং ওয়ার্ড মাসুদুজ্জামান মাসুদ’র পক্ষে চষে বেড়াচ্ছে সাবেক যুবদল কর্মীরা আইভীপন্থী যুবলীগ কর্মী জাহাঙ্গীর গ্রেপ্তার

বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এসএম শাহীন / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

মদনগঞ্জ থেকে মদনপুর সড়ক সংস্কারে বরাদ্দ ৭ কোটি টাকাসহ মাদক চুরি ছিনতাইসহ জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ আলোচনা।

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বন্দরবাসীর নিরাপত্তা নিশ্চিত, মাদক, বাল্যবিবাহ সহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।একইসাথে  জণভোগান্তি লাঘবে মদনগঞ্জ – মদনপুর সড়ক সংস্কারে বরাদ্দের কথা জানিয়ে দ্রুত সময়ে সংস্কার কাজ সম্পন্ন হবে বলে নিশ্চিত করা হয়। এছাড়া  জাতীয় নির্বাচন সামনে রেখে জনস্বার্থে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

২১ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান’র সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, বন্দর থানা অফিসার ইনচার্জ মো. লিয়াকত আলী, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, নৌ পুলিশের পরিদর্শক সালেহ আহম্মেদ, ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্চয় খান, বন্দর সাংবাদিক কল্যাণ সমিতি ও বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি  এসএম শাহীন প্রমুখ। 

এছাড়া সরকারি বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় সম্প্রতি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ড এবং চলমান পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা হয়। এসব বিষয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ করতে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।   

মদনগঞ্জ- মদনপুর সড়ক সংস্কারের জন্য ইতিমধ্যে ৭ কোটি টাকা বরাদ্দের কথা নিশ্চিত করে ইউএনও বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জনস্বার্থে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ চলমান রেখেছে সরকার।একইসাথে মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং জীবনমানের উন্নতি করতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন। ফলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ব্যাতিত পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে।

ওসি লিয়াকত আলী সকলের সহায়তা কামনা করে বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই প্রবন এলাকায় পুলিশি টহল বৃদ্ধির পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্যে সবাইকে অনুরোধ জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..