বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল রূপগঞ্জ সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক-কর্মচারীদের সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন র‍্যালী আলোচনা সভা হুইলচেয়ার বিতরণ রাণীশংকৈলে মানবকল্যাণ পরিষদ এমকেপি’র ত্রৈমাসিক সভা   শখের বসে বিদেশি পাখি পালন করতে গিয়ে এখন খামারী রাণীশংকৈলের মোশাররফ রূপগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্ম বিরতি বাবুলের উদ্যোগে ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিনে ঔষধ ছিটানো অব্যাহত রূপগঞ্জে ভুয়া অনলাইন অ্যাপস VBSZ দেখিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন তেঁতুলিয়ায় খেলার মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ্যতার জন্য দোয়া

বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন র‍্যালী আলোচনা সভা হুইলচেয়ার বিতরণ

‎মো. আবু কাওছার মিঠু / ২৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: ‎বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ রূপগঞ্জে র‍্যালী, আলোচনা সভা ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।

১০ ডিসেম্বর বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা বিভাগীয় দক্ষিণ অঞ্চল শাখার উদ্যোগে উপজেলার ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ অনুষ্ঠান হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের গাউছিয়া মার্কেটের সামনে থেকে র‍্যালী নিয়ে ভুলতা গাউছিয়া গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে। র‍্যালী পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ‎বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি নুর এ ইয়াছিন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ঢালী মো. সুমন মাস্টার।

‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বৃহত্তর রূপগঞ্জ নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, সহ সভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ প্রমুখ।

‎প্রধান অতিথি ঢালী মো. সুমন মাস্টার বলেন, মানবাধিকার শুধু কোনো শব্দ নয়, মানবতার প্রতি সম্মান, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষার অঙ্গীকারই মানবাধিকার দিবসের মূল বার্তা। ‎আজকে বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা একত্রিত হয়েছেন এটি মানবাধিকার রক্ষার সংগ্রামের উদাহরণ। ‎আমরা প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ আমাদের মানবিক দায়িত্ব পালনকে আরও অর্থবহ করেছে। সমাজের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে এটাই আমাদের প্রত্যয়। আমরা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্যরা অসহায় মানুষের পাশে আছি, ছিলাম এবং থাকবো। আমরা আবারও জোরালোভাবে দাবি জানাচ্ছি সাংবাদিক সাগর-রুনি ও চিত্র নায়ক সালমান শাহসহ দেশের যত হত্যাকান্ড হয়েছে সকল হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দ্রুত ব্যবস্থা করা হোক। মানবাধিকার লঙ্ঘনের যেকোনো ঘটনার মতো এ ঘটনার বিচারও ন্যায় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজন। ‎মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও সাম্য নিশ্চিত করতে আমরা সবাই যেন একসঙ্গে কাজ করতে পারি এই প্রত্যাশা করছি। ‎পরে “চিত্রনায়ক সালমান শাহ’র মাকে অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ মা’ হিসেবে সম্মাননা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..