মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিজিবি বেনাপোল টাস্কফোর্সের অভিযানে মোবাইল ও কসমেটিক্স আটক হরিণাকুন্ডুতে দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক আটক আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট আইভী, ভার্চ্যুয়ালি হাজিরা মদনগঞ্জ মধ্যপাড়া জুনিয়র ক্লাবের উদ্যোগে অনুর্ধ-১৫ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল  নড়াইলে খাজা মোল্লাকে কুপিয়ে হত্যা   বিরল হাসপাতালে চিকিৎসক সংকটে চিকিৎসা সেবা ব্যহত শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার পলাতক আসামি গ্রেফতার খুলনায় ধান ভর্তি ট্রাকে ৭বোতল বিদেশি মদ উদ্ধার-চালক, হেলপার আটক

হরিণাকুন্ডুতে দুই গ্রামের সংঘর্ষে আহত শতাধিক, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মাঠে

আবু বক্কর সিদ্দিক(স্বপন) / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চরপাড়া বাজারে দুই গ্রামের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ১শত জন আহত হয়েছেন।

রবিবার বিকেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘ তিন ঘণ্টাব্যাপী চলা এ সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার বিকেলে চরপাড়া বাজারে মাছ কেনাবেচা নিয়ে হরিণাকুন্ডুর চরপাড়া ও শৈলকুপা উপজেলার মাইলমাড়ী গ্রামের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এর পরদিন রবিবার সকালে চরপাড়া গ্রামের তিন বহিরাগত ছাত্র মাইলমাড়ী গ্রামের পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে। এরই জেরে দুই গ্রামের শত শত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে দুই পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে প্রথমে চরপাড়া পুলিশ ক্যাম্প ও হরিণাকুন্ডু থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পরিস্থিতি বেগতিক দেখে পরে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয় ক্যাম্প ও থানা পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণ সম্ভব না হওয়ায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..