রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জ নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে গণসংহতি আন্দোলনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  তেঁতুলিয়ায় চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নাসিক এর ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকার বাজেট ঘোষনা স্বার্থের প্রশ্নে আমরা সবাই এক, ওপেন হাউজ ডে-অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার স্নেহাশিষ দিনাজপুর বিরলে “জীবন মহল” ভাংচুর করলো তৌহিদী জনতা  রূপগঞ্জে প্রশাসনের আইনশৃঙ্খলার মাসিক সভা রাণীশংকৈলে কুলিক নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের গর্তে শিশু নিহতের ঘটনায় মানববন্ধন রূপগঞ্জে কিশোর রাকিব হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ২ ঘরে ডাকাতি ৪ লক্ষ টাকা ও মালামাল লুট

মো. শামীম হোসাইন / ৩৭০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে গভীর রাতে দুটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ এপ্রিল) সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামের গাজী ওমর ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সিঁধ ও জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী গাজী মো. ফিরোজ জানান, শনিবার রাত ৩ টার দিকে ৮/১০ জনের ডাকাতদল বাড়ির সিঁধ কেটে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।

এসময় তারা সব রুমে প্রবেশ করে ভাঙচুর করে ২ ভরি স্বর্ণালংকার, আনুমানিক নগদ ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তবে গাজী ওমর ফারুক বলেন, গত কয়েক দিন আগে আমাদের এলাকায় আওয়ামী লীগের একটি মিটিং হয়। সে মিটিংয়ের কথা পুলিশ জানতে পেরে সেখানে এসে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে ধরে নিয়ে যায়। ওই সময় আমি বাড়িতে ছিলাম। তারপর থেকেই আমাকে বিভিন্ন সময়ে তাদের পরিবারের লোকজন হুমকি দিয়ে আসছিল। আমি নাকি পুলিশকে খবর দিয়ে এনে তাদের ধরিয়ে দিয়েছি। এছাড়াও তারা আমাকে বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দেয়। ডাকাতির দিন রাতে আমি ঢাকা ছিলাম। সকালে আমার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে আমাদের ঘরে ডাকাতি হয়েছে। তাই আমি দ্রুত ঢাকা থেকে পিরোজপুরের বাসায় চলে আসি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, দুটি ঘর থেকে আনুমানিক ৪ লক্ষ ১৫ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..